Computer Operator For Agriculture Department
প্রকল্প অগ্রাধিকার
প্রকল্প পরিচালকের কার্যালয়
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনােলজি প্রােগ্রাম ফেইজ- II প্রজেক্ট (এনএটিপি-২)
প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ)
কৃষি মন্ত্রণালয়
এআইসি ভবন (৪র্থ তলা), বিএআরসি কমপ্লেক্স, ফার্মগেট, ঢাকা
www.natp2pmu.gov.bd
স্মারক নং-এনএটিপি-২/পিএমইউ-০৫/staff recruitment/২০১৬/৫৪৫৩
তারিখ: ১৬/১১২০২১
নিয়ােগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনােলজী প্রােগ্রাম-ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২)
এর প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) অংগে আরডিপিপিভুক্ত (সংশােধিত ডিপিপি) নিম্নলিখিত পদে প্রকল্পের মেয়াদকালীন সময়ে (জুন ২০২৩
পর্যন্ত) সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক কোর স্টাফ নিয়ােগের নিমিত্ত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
क.मर পদের নাম।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা
দায়িত্ব ও কর্তব্য।
০১l কম্পিউটার অপারেটর, শিক্ষাগত যােগ্যতাঃ
সকল প্রকার চিঠি, রিপাের্ট, ডকুমেন্ট টাইপ করা এবং
পিএমইউ
যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রী।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন তৈরি করা;
অভিজ্ঞতাঃ
পদ সংখ্যাঃ ০২(দুই)
• ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করা;
• সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান
বন সর্বসাকুল্যে
Donor Funded
• প্রকল্পের ফাইল সিস্টেম ব্যবস্থাপনা করা;
প্রকল্পে
মাসিক
48,000/-
কম্পিউটার অপারেটর/প্রােগ্রাম
গুরুত্বপূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও
চুেয়ান্ন হাজার) টাকা
पानि হিসেবে কমপক্ষে ০৫ (পাঁচ)
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব সাইটের ঠিকানা হালনাগাদের
বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে
তথ্য রাখা;
হবে;
• নথি উপস্থাপনসহ সাচিবিক দায়িত্ব পালন
• বাংলা ও ইংরেজী টাইপিং সহ MS • কর্তৃপক্ষের নির্দেশনা মােতাবেক অন্যান্য দায়িত্ব পালন।
Word, Excel, Power
Point কাজে দক্ষ হতে হবে।
• ই-নথিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার
দেয়া হবে।
১. আবেদনকারীকে নির্ধারিত চাকুরির আবেদন ফরম অনুযায়ী পাসপাের্ট সাইজের ২ (দুই) কপি ছবিসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা
পিএমইউ’র ওয়েসাইটে (www.natp2pmu.gov.bd)-তে পাওয়া যাবে অথবা নিমস্বাক্ষর কারীর অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।
২. চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩, প্রার্থীর বয়স ০৭ ডিসেম্বর ২০২১ ন্যূনতম ১৮ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনরূপ এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
৪, প্রযােজ্য ক্ষেত্রে বেতন হতে সরকারী বিধি মােতাবেক আয়কর কর্তন করা হবে।
৫. খামের উপর স্পষ্টভাবে পদের নাম ও আবেদনকারীর নাম লিখতে হবে। অসম্পূর্ণকুটিপূর্ণ দরখাস্ত অথবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত দরখাস্ত সরাসরি
বাতিল বলে গণ্য হবে।
৬. বাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ বা ডিএ প্রদান করা হবে না।
৭, নিয়ােগকারী কর্তৃপক্ষ যে কোন অথবা সকল আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
৮. আবেদনপত্র আগামী ৭ ডিসেম্বর ২০১১ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে প্রকল্প পরিচালক, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ), ন্যাশনাল
এগ্রিকাচারাল টেকনােলজি প্রােগ্রাম-ফেজ II প্রকল্প, এআইসি বিল্ডিং (৪র্থ তলা), রুম নং-৪০৬, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা-
১৯৯৭ এ পৌছতে হবে।